ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোর পৌরসভার মেয়রসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
যশোর পৌরসভার মেয়রসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

যশোর: যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে আবারও মামলা হয়েছে।
 
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মামলা দায়েরের বিষয়টি জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়।
 
মামলার বাকি আসামিদের মধ্যে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরুন্নবী, সহকারী আমির ইদ্রিস আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে ও জেলা বিএনপির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও যুবদল নেতা রিপন চৌধুরী রয়েছেন।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে বলেন, চারটি পেট্রোল বোমা ও দশটি লাঠিসহ সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন নবীসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় ২৩ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।   
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।