ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫ ছবি: প্রতীকী

গাজীপুর: শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


 
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
 
অহতরা হলেন- আমিরুদ্দিন (৪৮), সাইফুল ইসলাম (২৯), কারিমা আক্তার (২৩), উম্মে কুলসুম (৪০), জয়গন নেছা (২৩), জয়নব বিবি (৩৫), রোকেয়া আক্তার (৩২), মিজানুর রহমান (২৫), হাবিবুর রহমান (৩০), সেলিনা আক্তার (২৭), নাসরিন আক্তার (২৩), সমলা বেগম (৫০), তানিয়া আক্তার (২২)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
 
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত মিজানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল জানান, সাইফুল ইসলাম ও তার প্রতিবেশী মিজানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম তার দখলে থাকা জমিতে কাজ করতে যায়।

দুপুরে প্রতিপক্ষ মিজান, হাবিবুর রহমান ও তাদের সহযোগীরা সাইফুল ইসলামের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।  
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।