ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ৬৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সম্মিলিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন পর্যদ বরিশালের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করে।


 
বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনডিএন সমন্বয়ক রনজিৎ দত্ত, সুপ্রিয় দত্ত, টিআইবির মনিরুল ইসলাম, মাহমুদুল হক খান মামুন, কাজী আল মামুন, আভাস কো-অডিনেটর সিরাজুল ইসলাম, এটিএম মিজানুর রহমান, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, রাফি আক্তার ও শুভঙ্কর চক্রবর্তী।
 
এ সময় বক্তারা বলেন, যখন যে ক্ষমতায় থাকে তখন সেই পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে। স্বাধীনতার ৪৪ বছর পার হলেও এখনও আমরা কাঙ্খিত মানবতার অধিকার ফিরে পাইনি। প্রত্যেক নাগরিকের সমান অধিকারের কথা থাকলেও আমরা তা পাচ্ছিনা।
 
অপরদিকে বেলা ১১টায় বরিশাল রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট মনিরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অন্য বক্তারা আলোচনায় অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।