ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবসে বিভিন্ন কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, ডিসেম্বর ১০, ২০১৫
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবসে বিভিন্ন কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নোয়াখালীতে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলমের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নজির উল্যাহ, বাংলাদেশ মানবাধিকার কমিশন বেগমগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট হাজেরা পারভীন, সাংবাদিক মো. সোহেল প্রমুখ।

এছাড়াও দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে কয়েকটি সংগঠন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালি ও মানববন্ধন করে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ