ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বগুড়ায় ইয়াবাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
 
এসময় একটি মোবাইল হ্যান্ডসেট ও পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ১৫ লিটার দেশীয় চোলাই মদ করা উদ্ধার করা হয়।

 
আটক মাসুদ শহরের দক্ষিণ কাটনারপাড়া গোপাল শাহলেন এলাকার আব্দুল করিমের ছেলে।
 
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) দুপুর ২টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ১নং রেলগেট চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
 
মাসুদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।