ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইনু-মতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললো ইসি

ইকরাম উদ দৌলা,সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ইনু-মতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললো ইসি

ঢাকা: আচরণবিধি ভঙ্গের দায়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবগত করতেও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।



ইসির উপ-সচিব রকিব উদ্দীন মণ্ডল ইসির নির্দেশনাটি বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে- গত ৭ ডিসেম্বর ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানোর অনুরোধ রইলো।

এর আগে ওই পত্রিকায় প্রকাশিত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি আমলে নেয় ইসি। এবারই প্রথম পত্রিকার সংবাদের ভিত্তিতে ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ওই কমিটিই ইনু ও মতিউর রহমানের বিরুদ্ধে প্রকাশিত খবরের প্রতিবেদন দাখিল করে নির্বাচন কমিশনে। এরপর কমিশন যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

ফুলপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। রকিব উদ্দীন মণ্ডল ইসির নির্দেশনার সঙ্গে সংশ্লিষ্ট পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিংও জুড়ে দিয়েছেন।
 
এতে বলা হয়েছে- গত শুক্রবার রাত ১০ টার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শেরপুর থেকে ঢাকা ফেরার পথে ময়মনসিংহের ফুলপুর পৌরশহরে এক পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘আমরা ৭১ এ পাকিস্তানকে, ৭৫ এর পরবর্তীতে সামরিক জান্তা ও বিএনপি জামায়াত জোটকে উৎখাত করে বিজয়ের তিন ধাপ অতিক্রম করেছি। যারা মিটমাটের কথা বলছেন তার ওইসব অপশক্তির উত্থান চায়। ’

কিছুক্ষণ পর শেরপুর থেকে এসে মঞ্চে উঠেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি বলেন, ‘পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন ছেড়ে দেওয়ার মওকা খুঁজছে। তাদের এবার সে সুযোগ দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু হবে। মন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শশধর সেনকে বিজয়ী করতে আহ্বান জানান। ’

নির্দেশনার অনুলিপি ময়মনসিংহের পুলিশ সুপার এবং জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে। মন্ত্রী-এমপিদের আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, সবকিছুই আইন ও বিধি মোতাবেক হবে। বিধির বাইরে কিছুই হবে না।

এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সুব্রত পাল বাংলানিউজকে বলেন, ইসির নির্দেশনা এখনো আমার হাতে পৌঁছেনি। যদি এ ধরণের নির্দেশনা আসে এবং আচরণ বিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়, তবে ইসির নির্দেশনা মোতাবেক আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।

এর আগে গত রোববার আওয়ামী লীগ থেকে নির্বাচিত তিন সংসদ্যকে শোকজ করেছিলো নির্বাচন কমিশন। জবাবে তারা দুঃখ প্রকাশ করে এ ধরণের ঘটনা আর না ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় ভোটগ্রহণ করবে ইসি। এতে মেয়র পদে দলীয়প্রতীকে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ইইউডি/আরআই

** প্রার্থীর নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাইলো ইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।