ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে গ্রেফতার ২৭ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, ডিসেম্বর ১১, ২০১৫
বাগেরহাটে গ্রেফতার ২৭ জন কারাগারে ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে ২৭ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে বিএনপি-জামায়াতের দুই কর্মী রয়েছে।



বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত বাগেরহাটের নয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এদের মধ্যে নাশকাতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাট শহরের লিচুতলা এলাকা থেকে বিএনপি কর্মী ফকির নাহিদুল ইসলাম (৪৫) ও রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে জামায়াত কর্মী মাসুম বিল্লাহকে (৩৫) গ্রেফতার করা হয়।

এছাড়া নিয়মিত ও অনিয়মিত মামলায় বাগেরহাট সদরে তিন, ফকিরহাটে দুই, মোল্লাহাটে দুই, চিতলমারিতে চার, কচুয়ায় এক, মোরেলগঞ্জে চার, শরণখোলায় পাঁচ, মংলায় তিন ও রামপালে একজন গ্রেফতার হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের দুই কর্মীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।