ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

নতুন আঙ্গিকে চালু হলো ক্র্যাবের ওয়েবসাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
নতুন আঙ্গিকে চালু হলো ক্র্যাবের ওয়েবসাইট

ঢাকা: নতুন আঙ্গিকে ফের চালু হলো ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের (ক্র্যাব) ওয়েবসাইট।
 
www.crab-bd.com এ ওয়েবসাইটে লগইন করে ব্রেকিং নিউজ, ক্রাইম বিষয়ক সাংবাদিকদের যাবতীয় নিউজের লিংক ও কর্মসূচি জানা যাবে।


 
রোববার (ডিসেম্বর ১৩) ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে কেককেটে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ক্র্যাবের বর্তমান ও সাবেক নেতারা।
 
অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি ইসারফ হোসেন ঈসা বলেন, এর আগে ২০০৮ সালে www.crabbd.com ওয়েবসাইটটি চালু করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তথ্যগুলো হালনাগাদ করা হয়নি। তবে এবার সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নতুন কলেবরে ওয়েবসাইটটি চালু করা হয়েছে।
 
ওয়েবসাইটে ক্র্যাবের সাবেক ও বর্তমান সদস্যদের প্রোফাইল দেওয়া থাকবে। সাংবাদিকরা নিজেরাই নিজেদের প্রোফাইল হালনাগাদ করতে পারবেন। এছাড়াও রাজধানীর সব ধরনের ব্রেকিং নিউজ, নিউজ আর্কাইভসহ থাকছে নতুন নতুন সুবিধা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাবেক সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।