ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধজাহাজ হস্তান্তর শেষে দেশে ফিরেছেন নৌ প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
যুদ্ধজাহাজ হস্তান্তর শেষে দেশে ফিরেছেন নৌ প্রধান

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর জন্য গণচীনে নির্মিত যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব।

রোববার (১৩ ডিসেম্বর) হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম।



বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে চীনের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান উচাং শিপ বিল্ডিং অব কোম্পানি থেকে দুটি করভেট ক্লাস জাহাজ নির্মাণ করানো হয়।

যুদ্ধজাহাজ দুটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কমডোর এ কে এম ফারুক হাসান। যুদ্ধজাহাজ দুটি আগামী বছর জানুয়ারি মাসে দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।