ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে অবৈধ ৭ টন পলিথিন নিলামে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
চাঁদপুরে অবৈধ ৭ টন পলিথিন নিলামে বিক্রি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর পরিবেশ অধিদপ্তর ও কোস্টগার্ড কর্তৃক বিভিন্ন অভিযানে জব্দ করা সাত টন পলিথিন নিলামে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এসব পলিথিন কেটে ব্যবহারের অনুপযোগী করে বস্তাজাত করা হয়।



জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল বাংলানিউজকে জানান, পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বেচা-কেনা ও ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এজন্য ২০১৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তর মেঘনা নদীতে পলিথিন বিরোধী অভিযান চালায়। এসব অভিযানে যাত্রীবাহী বিভিন্ন লঞ্চ থেকে প্রায় সাত টন পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়।

তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী এসব পলিথিন বিক্রি করা হয়েছে।

তিনি আরো জানান, চট্টগ্রামের মাছুম প্লাস্টিক কোম্পানির কাছে পাঁচ লাখ ৯৫ হাজার টাকায় এসব পলিথিন বিক্রি করা হয়েছে। যা গলিয়ে ব্যবহারযোগ্য তৈজসপত্র তৈরি করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।