ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ফেনসিডিলসহ বাসচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঢাকাগামী একটি বাসের চালক ও সহযোগীকে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা হেলিপ্যাড এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর গ্রামের সহির উদ্দিনের ছেলে ও নৈশ্য কোচ বিসমিল্লাহ এন্টারপ্রাইজের চালক সাইফুল ইসলাম (৩০) ও একই জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী গ্রামের শাহামত আলীর ছেলে সহকারী কমর উদ্দিন (২৫)।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিসমিল্লাহ এন্টারপ্রাইজের একটি নৈশ্য কোচ হাতীবান্ধা হেলিপ্যাড এলাকায় এলে পুলিশ আটক করে। পরে বাসটি তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক সাইফুল ও সহকারী কমর উদ্দিনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।