ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সীমানা পেরিয়ে জয়ী সীমান্ত, নেই আর বাধা

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
সীমানা পেরিয়ে জয়ী সীমান্ত, নেই আর বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় সংগীতের সঙ্গে মাবিয়া আক্তারের কান্নার হৃদয়গ্রাহী দৃশ্য দেশের ১৬ কোটি মানুষকে আবেগে ভাসিয়েছিলো। একসময় অনেক বাধার পাহাড় ছিল তার সামনে।

এখন আর কোনো বাধা নেই মাবিয়ার। কেবল বাধাই উবে যায়নি, জীবন-যুদ্ধে জয়ী মাবিয়ার কাছে কোনো কিছুই এখন আর অসম্ভব বলে মনে হয় না।

সদ্যসমাপ্ত এসএ গেমসের তৃতীয় দিনেই ভারোত্তোলনে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দেন তিনি। গৌহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে ৬৩ কেজি ওজন শ্রেণিতে এই সাফল্য এনে দেন মাবিয়া আক্তার। তার আরেক নাম সীমান্ত। দেশের সীমানা পেরিয়ে সীমান্তের এমন জয় সারা বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসায়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাইক্লিস্ট ও স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠনের ডাকে সংবর্ধনা নিতে আসেন মাবিয়া আক্তার সীমান্ত। সেখানেই তার সঙ্গে কথা হয় বাংলানিউজের। সীমান্ত বলছিলেন ‘সোনা জয় করতে হবে, এরকম একটা কঠিন চ্যালেঞ্জ নিয়েছিলাম। অবশেষে জিতলাম’।

নিজের কান্নার সেই হৃদয়গ্রাহী দৃশ্যের কথা মনে করিয়ে দিতেই সীমান্ত বললেন, ‘দেশকে উপস্থাপন করে যে একটা বড় অর্জন, তার কথা মাথায় আসতেই আমার কান্নাটা ছুটে এসেছিলো। ’

সেই কান্না দেশবাসীকে আবেগে ভাসিয়েছে, সেটা শুনে কেমন লেগেছে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেশের মানুষের এতো আবেগ দেখে তিনি নিজে এখনও দারুণ আপ্লুত। ’

‘আমি একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষ হয়ে খেলছি, এতো দূরে যাচ্ছি-স্বর্ণ জয়ের আগে এরকম অনেক বাধাই ছিলো আমার সামনে। কিন্তু এখন সে রকম কোনো বাধা নেই। আর আরেকটি যে বড় বাধা ছিল আমার বাসস্থানের, তার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। এতে ভীষণ খুশি আমি। ’
 
এই খুশির পর এখন শুধুই এগিয়ে যেতে চান সীমান্ত। তার সামনে একটাই স্বপ্ন, সেটা অলিম্পিক। অলিম্পিকে খেলে আবারও বাংলাদেশের সম্মান উঁচু করতে চান দেশের ক্রীড়াঙ্গনের প্রথম স্বর্ণজয়ী এই নারী।

মাবিয়া এই মুহূর্তে বাংলাদেশ আনসার বাহিনীতে রয়েছেন। সাফ গেমসে যাওয়ার এক সপ্তাহে আগে আনসার বাহিনীতে খেলোয়াড় কোটায় তার চাকরি হয়ে যায়।

এখন চাকরির পাশাপাশি প্রশিক্ষণ নেওয়া অব্যাহত রাখতে চান মাবিয়া। চার বছর পর আবার নেপালে সাফ গেমসে সোনা জয়ের লক্ষ্য যেমন আছে, তেমনি এশিয়ান গেমসে এবং সবচেয়ে বড় আসর অলিম্পিকের জন্যও নিজেকে প্রস্তুত করতে চান তিনি।

ডিআরইউতে তাকে ‘স্যালুট ফর মাবিয়া’ শিরোনামে একযোগে সংবর্ধনা দেয় মিরপুর রাইডার্স, লালবাগ সাইক্লিস্ট, সাইক্লিং ৭১, ধানমন্ডি বাইসাইক্লিস্ট, মোহাম্মদপুর সাইক্লিস্ট, দক্ষিণ ঢাকা সাইক্লিস্ট, মাস্টার ইউলস, অদম্য বাংলাদেশ ও গড়বো বাংলাদেশ।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।