হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আনা আমদানি দুই লাখ পিস গরু মোটাতাজাকরণ নিষিদ্ধ প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ওই এলাকায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সীমান্তের চন্ডিপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাস্টিকের পোটলা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ওই গুলি পোটলা উদ্ধার করে তার ভেতর থেকে গরু মোটাতাজাকরণ দুই লাখ পিস প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৪০ লাখ টাকা।
ট্যাবলেটগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এএটি/এসএইচ