ময়মনসিংহ: ময়মনসিংহে শিশু সাদ্দামের (১২) নির্যাতনকারীদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, মামলা দায়েরের পর থেকে নির্যাতনকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের দু’টি টিম মাঠে নেমেছে।
‘এ ঘটনায় অভিযুক্ত ও জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তদন্ত করে তাদের গ্রেফতার তরে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। ’
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্যাতিত শিশু সাদ্দামের মা পারভীন আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
এর আগে ১৭ ফেব্রুয়ারি শহরের পাটগুদাম এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে শিশু সাদ্দামকে লাঠিপেটা ও বর্বর নির্যাতন করেন স্থানীয় ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সফির উদ্দিন সরু।
তবে শিশুটি ও তার মা পারভীন আক্তার মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ প্রত্যাখান করেছেন। তাদের দাবি, সন্দেহবশত সাদ্দামের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে প্রায় সাড়ে ৬ মিনিটের এ নির্যাতনের ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে। যা এরই মধ্যে বেশ আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমএ/