ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাকরাইলে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
কাকরাইলে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার দুই ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কাকরাইল এলাকা থেকে ইয়ারা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগ।

গ্রেফতাকৃতরা হলেন, তপন বিশ্বাস ও গোলাম রব্বানী ওরফে মিলন।

এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪’শ  গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন,  বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর কাকরাইল এলাকায় অভিযান পরিচালন করে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।  

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করতো।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান এর তত্ত্বাবধানে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি ইউনিটের সহযোগিতায় ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসজেএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।