ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদকমুক্ত আখাউড়ার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
মাদকমুক্ত আখাউড়ার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাকে মাদকের গ্রাস থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-যুবক-স্কাউটসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সড়কবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার, স্থানীয় নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক, আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মওলানা নাছির উদ্দিন, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, যুবনেতা জালাল উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী এবং জন প্রতিনিধিদের মাদকের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সীমান্তবর্তী হওয়ায় আখাউড়া মাদক চোরাচালানের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়। মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে বিশেষ টোকেন দিয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে থাকে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।