ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরের ৯ ইউপিতে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বাঞ্ছারামপুরের ৯ ইউপিতে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

খবর পেয়ে মনোনীত প্রার্থীদের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা নয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।



শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদক মন্ডলীর বৈঠক শেষে এ তালিকা ঘোষণা করা হয়।

দলীয় কর্মকাণ্ডে নিস্ত্রিয়তা, হত্যা মামলার আসামি, বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও দলীয় কর্মসূচিতে আশানূরুপ ভূমিকা না থাকায় বাঞ্ছারামপুরের ৬ প্রভাবশালী চেয়ারম্যান মনোনয়ন থেকে ছিটকে পড়েন। এতে ওই ছয় ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ৬ নতুন মুখ।

বাঞ্ছারামপুরের ৯ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন- তেজখালী ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম তাজু, পাহাড়িয়াকান্দিতে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজীউর রহমান, সোনারামপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন, দরিকান্দিতে উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম স্বপন, ছয়ফুল্লাকান্দিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য আমিনুল ইসলাম তুষার, রূপসদীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ মিয়া, ফরদাবাদে আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সেলিম, মানিকপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম, ছলিমাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মতিন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।