ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ট্রেনের নীচে ঝাঁপিয়ে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
সুন্দরগঞ্জে ট্রেনের নীচে ঝাঁপিয়ে যুবকের আত্মহত্যা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপদিয়ে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বামনডাঙ্গা রেলস্টেশনের উত্তর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।



জাহাঙ্গীর উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বামনডাঙ্গা রেল স্টেশনে সান্তাহার-দিনাজপুরগামী সেভেন আপ মেইল ট্রেনের নিচে লাফিয়ে পড়েন জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেন বাংলানিউজকে জানান, ওই যুবক শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। জাহাঙ্গীরের বিরুদ্ধে বিরুদ্ধে দুটি নাশকতা মামলাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।