ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত ‘ট্রি-ম্যান’ আবুল বাজনাদারের প্রথম অস্ত্রোপচার হবে শনিবার।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে বলেন, এদিন সকাল ১১টায় তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হবে।
তিনি আরও বলেন, আবুল বাজনাদারের চিকিৎসায় প্রথমে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে সদস্য সংখ্যা বাড়িয়ে নয় সদস্যের বোর্ড করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার তার প্রথম অস্ত্রোপচার করা হবে।
প্রথমে ডান হাতের বৃদ্ধা এবং তর্জনী আঙ্গুলে অস্ত্রোপচার চালানো হবে। এই চেষ্টা সফল হলে ফের চেষ্টা করা হবে, যোগ করেন সামন্ত লাল।
এর আগে স্বাস্থ্য খাতে এ রোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আবুল বাজনাদার স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার সকল চিকিৎসার খরচ সরকার বহন করবে।
এপিডার্মো ডিসপ্লেশিয়া ভেরুকোফরমিস নামের এক ধরণের ভাইরাস থেকে এ রোগের উৎপত্তি।
গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন খুলনার আবুল আবুল বাজনাদার (২৬)।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এজেডএস/এটি
** ‘ট্রি-ম্যান’ আবুলের টিস্যু পাঠানো হচ্ছে আমেরিকায়
** ‘আমি একদিন সুস্থ হবোই’
** আঙুল থেকে গাছের শেকড়! বাংলাদেশে ট্রি-ম্যান রোগ
** ট্রি-ম্যানে আক্রান্ত আবুলের চিকিৎসায় মেডিকেল বোর্ড