ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
শাহবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বারডেম হাসপতালের সামনে এ ঘটনা ঘটে।

চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী ডালিম বাংলানিউজকে জানান, ওই ব্যক্তি আহত অবস্থায় রাস্তায় পাশে পড়ে ছিলেন। তার পরিচয় জানা যায়নি। তবে অন্যরা জানান, ওই ব্যক্তি রাস্তায় ভিক্ষা করতেন।

মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।