পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে জানান, পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একটি খালের মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এএটি/এসএইচ