খুলনা: মানুষের ধাক্কাধাক্কি। তবুও ঘুরে স্বস্তি পাচ্ছি।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা বই মেলায় কথা হয় তার সঙ্গে।
রায়হান বলেন, বইমেলায় প্রায় প্রতিদিনই আসার চেষ্টা করি। বইমেলা আমাকে চুম্বকের মতো টানে। এখানে আসতে না পারলে মন কেমন কেমন করে।
রায়হানের মতো শুক্রবার বইপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে খুলনা বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগার প্রাঙ্গণের মাসব্যাপী বইমেলা। এদিন মেলায় দর্শনার্থীদের জনস্রোত। দল বেঁধে এসেছেন নারী-পুরুষ, বাবা-মায়ের হাত ধরে এসেছে শিশুরা, জুটি বেঁধে এসেছে তরুণ-তরুণীরাও। কেউ বই কিনছেন, কেউবা আবার পছন্দের লেখকের বই খুঁজছেন। দর্শনার্থীদের ভিড় বাড়ার পাশাপাশি বইয়ের বিক্রিও বেড়েছে বলে সন্তুষ্ট বিক্রেতারা।
বিক্রেতারা জানান, মেলায় বেচা-কেনার শীর্ষে হুমায়ূন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, সেলিনা হোসেন, রাবেয়া খাতুন প্রমুখের উপন্যাস, কবিতা ও অন্য বই। এছাড়াও চলছে খুলনার স্থানীয় লেখকদের বই।
বিক্রি বাড়ায় সন্তুষ্ট প্রকাশ করে ৪১-৪২নং স্টলের বুক পয়েন্টের বিক্রেতা ভাষ্কর বিশ্বাস বলেন, এখন পাঠকরা আসছেন। বই দেখছেন। যেটা ভালো লাগে সেটা কিনছেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ মেলায় দর্শনার্থীদের ভিড় অনেক বেশি, তাই বিক্রি বিগত দিনগুলোর চেয়ে বেশ ভালো হচ্ছে।
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। মেলা মঞ্চে বিকেলে কবিতা আবৃত্তি ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমআরএম/এসএস