ঢাকা: গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনের সড়কে মোটরসাইকেল ধাক্কায় মো. বিশাল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত ব্রি-এর সামনে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন বিশাল।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার নানী। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমএ/