ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢাকা: গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনের সড়কে মোটরসাইকেল ধাক্কায় মো. বিশাল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশালের বাবার নাম মাহবুবুর রহমান। তবে তার ঠিকানা পাওয়া যায়নি।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন এল‍াকায় অবস্থিত ব্রি-এর সামনে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন বিশাল।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার নানী। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।