ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী বেতার সংবাদ শিল্পী সমিতির নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
রাজশাহী বেতার সংবাদ শিল্পী সমিতির নতুন কমিটি

রাজশাহী: বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সংবাদ শিল্পী সমিতির বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেতার ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সবার সম্মতিতে সমিতির নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি পদে মাহমুদ শওকত ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রোকন মাসুমকে মনোনীত করা হয়।

রাজশাহী কেন্দ্রের সংবাদ শিল্পী সমিতির সভাপতি খন্দকার আনোয়ারুল ইসলামের সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বেতারের ভারপ্রাপ্ত বার্তা নিয়ন্ত্রক ও সংবাদ শিল্পী সমিতির উপদেষ্টা উম্মে কুলসুম, দীপকেন্দ্র নাথ দাস, তসিকুল ইসলাম বকুল প্রমুখ।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রনি।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে আনোয়ারুল আলম ফটিক, শেখ আনোয়ার হোসেন ও তবিবুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক পদে গোলাম মোর্তুজা হেনা ও শাহানা পারভীন স্বপ্না।

এছাড়া  কোষাধ্যক্ষ পদে সোহেল মাহবুব, দফতর ও প্রচার সম্পাদক পদে জান্নাত রাব্বি বিনতে রোশনী এবং নির্বাহী সদস্য পদে খন্দকার আনোয়ারুল ইসলাম, আজহারুল ইসলাম রনি, গোলাম রাব্বানী সোনা চৌধুরী, ফিরোজুল ইসলাম, কামাল মালিক ও মাসুম আকতারুজ্জামান অনিক মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।