ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
রাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমা খাতুনের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর টিকাপাড়া গোরস্থান এলাকার শুকুর আলীর বাড়িতে তার মৃত্যু হয়।



মৃত শিক্ষার্থী ওই বাড়ির ভাড়াটিয়া রুবেল হোসেনের স্ত্রী।
 
মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, তিনদিন আগে ফাতেমার স্বামী রুবেল হোসেন চাকরির জন্য বগুড়ায় গেছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ও শুক্রবার সকালে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর কথোপকথন হয়। দুপুরের পর থেকে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দিয়ে রাখে।

বিষয়টি বিকেলে লক্ষ্য করার পর বাড়ির মালিক বোয়ালিয়া থানায় খবর দেন।

খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাতেমার মৃতদেহ উদ্ধার করে।

এসআই সেলিম রেজা আরও জানান, ফাতেমার স্বামী রুবেল হোসেনকে খবর দেওয়া হয়েছে। ফাতেমার মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এসআই সেলিম। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু রহস্য উদঘাটিত হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।