ঢাকা: অন্ধকারের শক্তি মুক্তবুদ্ধির লেখক-প্রকাশক, যাজক, মসজিদের মোয়াজ্জিন হত্যা করছে। ধর্মের নামে মানুষের মাঝে বিভক্তির সৃষ্টি করছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক সম্মেলন’র উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের সহায়তায় অন্ধকারের শক্তি ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মুক্তবুদ্ধির চর্চাকারী লেখক-প্রকাশকদের হত্যা করা হচ্ছে, যাজক হত্যা করা হচ্ছে, মসজিদে ঢুকে মোয়াজ্জিন হত্যা করা হচ্ছে। এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, জয় বাংলা স্লোগানে জাতির জনক একাত্তরে সমগ্র জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, তেমনিভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসকারী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে দেশের সব জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের সাংস্কৃতিক কার্যক্রম ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান তিনি।
শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন বিপ্লবী কামাক্ষ্যা রায় চৌধুরী, জসিম উদ্দিন মন্ডল ও অধ্যাপক যতীন সরকার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরে সংগঠিত গণহত্যা নাটিকার মাধ্যমে তুলে ধরেন উদীচী শিল্পীরা।
উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জসিম উদ্দিন মন্ডল, অধ্যাপক যতীন সরকার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ। এছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও জাপান থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উদীচী আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলন সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। তিন দিনের আলোচনার ভিত্তিতে ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এইচআর/এইচএ/