ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মশুরের খেতে ‘নবজাতক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
মশুরের খেতে ‘নবজাতক’

রাজশাহী: রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাসের মুসলেমের মোড়ের পাশের একটি মশুরের খেত থেকে একটি নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করেন।

পরে মতিহার থানায় খবর দেন তারা।
 
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানার পরিদর্শক (ওসি, তদন্ত) অশোক কুমার চৌহান বাংলানিউজকে জানান, চিকিৎসক ওই নবজাতক কন্যার স্বাস্থ্য পরীক্ষা করে বলেছেন, সে সুস্থ আছে।

‘নবজাতক শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে শিশুটিকে ওই এলাকার নিঃসন্তান দম্পতি মোহাম্মদ আলী ও তার স্ত্রীর হেফজতে দেওয়া হয়। ’

চূড়ান্তভাবে অভিভাবক না পাওয়া গেলে আইনগতভাবে তাদের বন্দোবস্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।