যশোর: সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী মাহফুজা আক্তার শিলাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার(১৯ ফেব্রুয়ারি)সন্ধ্যায় নওয়াপাড়ার শংকরপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগরবাসী এ গণসংবর্ধনার আয়োজন করে।
নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ জালালের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যশোর জেলা পরিষদের প্রশাসক শাহ হাদিউজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন- যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসকের সহধর্মিনী রুনা লাইলা, যশোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মেহনাজ, পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- শিলার বাবা আলী আহম্মদ গাজী ও মা করিমন নেছসহ এলাকার হাজারো মানুষ।
শিলা তার বক্তব্যে বলেন, আমি স্বপ্নেও ভাবিনি, এমন সম্মান বয়ে আনতে পারবো। তবে, সেই অনাকাঙ্ক্ষিত স্বপ্ন অর্জনের পরে দেশবাসীর পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রীর আনন্দ দেখে আমি নিজে অভিভুত ও গর্বিত।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ডে এসে পৌঁছায় মাহফুজা শিলা। এ সময় তিনি উপস্থিত লোকজনের হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা মাহফুজাকে অভ্যর্থনা জানিয়ে সার্কিট হাউজে যান।
বিকেলে যশোরের বসুন্দিয়া থেকে নওয়াপাড়া পর্যন্ত বিশাল একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে শিলাকে বরণ করে গ্রামের বাড়ি নওয়াপাড়ায় নিয়ে যায় তার এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
পিসি