বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামে বাল্য বিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবা ও ছেলের ভগ্নিপতিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্যাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।
এরা হলেন, ছেলের ভগ্নিপতি পোর্ট থানাথীন রঘুনাথপুর গ্রামের বারিকের ছেলে মহিদুল (২৫) ও মেয়ের বাবা ছোটআঁচড়া গ্রামের সিরাজুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের সিরাজুল ইসলাম তার স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামের বারিকের ছেলে জাহিদুলের বিয়ের আয়োজন করে। এ সময় খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে মেয়ের বাবা এবং ছেলের ভগ্নিপতিকে আটক করে। পরে ভ্যাম্যমাণ আদালত বসিয়ে উভয়ের ১৫ দিনের কারাদণ্ড দেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে বলেন, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের যশোর কারাগারে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএ