ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনায় মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে নেত্রকোনা সাংবাদিক সমাজ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হামলায় জড়িত সব অপরাধীদের অনতিবিলম্বে শনাক্ত করে প্রত্যেককে গ্রেফতার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক সমিতির সহ-সভাপতি একেএম আব্দুল্লাহ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম ও কেন্দুয়া রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি লাইমুন হোসেন ভূঁইয়া প্রমুখ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন- সাংবাদিক শ্যামলেন্দু পাল, পল্লব চক্রবর্তী, ইউরো আনিছ, আজহারুল ইসলাম বিপ্লব ও সালাহ্ উদ্দিন খান রুবেল। তাদের  প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পল্লব চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।