ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বরিশালে ৩ মাদক ব্যবসায়ী আটক

বরিশালের উজিরপুর থেকে এক হাজার ৫১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-আট এর সদস্যরা।

বরিশাল: বরিশালের উজিরপুর থেকে এক হাজার ৫১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-আট এর সদস্যরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে উজিরপুর থানাধীন শিকারপুর বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-বরিশালের বাবুগঞ্জ উপজেলার মৃত আব্দুল কাদের পেয়াদার ছেলে মো. শহিদ পেয়াদা (৩৮), মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ জনারধন্দী এলাকার মো. ইউনুছ ঘরামী (৫০) ও তার স্ত্রী খাদিজা বেগম (৩৮)।

এদের মধ্যে শহিদ পেয়াদা ঢাকার সাভারে এবং ইউনুস ও তার স্ত্রী চট্টগ্রামের হালিশহরে থাকেন।  

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরিশালের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরাভাবে বিক্রি করেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমএস/বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।