আশুলিয়া, সাভার: আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল জিয়াউর রহমান জিয়াকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বুধবার (৯ নভেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর পৌনের ১টার দিকে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। সকালে নিহত নারী কনস্টেবল সাবিনার ভাই নজরুল ইসলাম লিটনের দায়ের করা আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদীর বাংলানিউজকে জানান, আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেফতারকৃত জিয়াউর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য জিয়ার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে তাকে সামরিকভাবে বরখাস্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএ