ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হেঁটে দেশ ভ্রমণ: দিনাজপুরের নাসিম এখন মেহেরপুরের পথে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
হেঁটে দেশ ভ্রমণ: দিনাজপুরের নাসিম এখন মেহেরপুরের পথে

হেঁটে দেশ ভ্রমণের উদ্দেশে বের হওয়া দিনাজপুরের যুবক নাসিম তালুকদার এখন কুষ্টিয়া থেকে মেহেরপুরের পথে।

কুষ্টিয়া: হেঁটে দেশ ভ্রমণের উদ্দেশে বের হওয়া দিনাজপুরের যুবক নাসিম তালুকদার এখন কুষ্টিয়া থেকে মেহেরপুরের পথে।
 
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় নাসিম কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় অবস্থান করছেন।

নাসিম তালুকদার বাংলানিউজকে বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর নয় শিশু শ্রম এবার চাই শিক্ষা’ এবং মাদককে না বলি’ এ শ্লোগান নিয়ে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছি।
 
নাসিম আরো বলেন, গত ২২ অক্টোবর দিনাজপুর জিরো পয়েন্ট থেকে দেশ ভ্রমণের উদ্দেশে বের হয়েছি। প্রতিদিন গড়ে ৩৫-৪০ কিলোমিটার রাস্তা হাঁটছি। হেঁটে ১৩০ দিনে দেশ ভ্রমণ করে আবারো দিনাজপুরে ফিরে যাবো।

নাসিম জানান, শিশুরা যাতে তাদের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে সেজন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনমত গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছেন তিনি। ১৩০ দিনে হেঁটে দেশ ভ্রমণে প্রশাসন, ব্যবসায়ী, সমাজ সচেতন মানুষ, শিল্পপতি, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলবেন তিনি।

নাসিম দিনাজপুরের কেবিএম কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করে বীরগঞ্জ ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।

কুষ্টিয়া হলো তার ভ্রমণের ১২তম জেলা। এরপর তিনি মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।