ঠাকুরগাঁও: চাইল্ড লেবার এলিমিনেশন অ্যাকশন ফর রিয়াল চেঞ্জ ইন আরবান স্লাম এরিয়া'স ঠাকুরগাঁও মিউনিসিপালিটি অব নর্থ ওয়েস্টার্ন ইএসডিও ক্লিয়ার প্রজেক্টের ত্রৈমাসিক জেলা উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও পৌরসভা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, কাউন্সিলর রমজান আলী, দ্রৌপদী দেবী আগারওয়ালা, নুরুল ইসলাম নুরু ও ইএসডিও ক্লিয়ার প্রজেক্টের অফিসার সুজন খান প্রমুখ।
এসময় পৌর এলাকার শিশু শ্রম রোধ ও ঝুঁকি পূর্ণ শ্রমিকদের সচেতন করার পরামর্শ দেন বক্তরা।
পরে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম থেকে মুক্ত হয়ে শিক্ষায় সম্পৃক্ত হওয়ায় ১০ জন শিশুকে সার্টিফিকেট ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পিসি/