আশুলিয়া (সাভার): আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় ২শ’ লিটার দেশীয় মদসহ রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে পল্লীবিদ্যুৎ ডেণ্ডাবর এলাকার জসিম মণ্ডলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রানা ভোলার দৌলতখান থানার চরসরি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
গোয়েন্দা শাখা পুলিশ উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে রানাকে আটক করা হয়। অভিযানে ২শ’ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিএসকে/এটি