ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
গোপালগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে ফাতেমা বেগম অন্তরা (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে ফাতেমা বেগম অন্তরা (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ওই গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর শুনে তারা মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান।

এর আগে বুধবার (৯ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত অন্তরা ওই গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী।

গৃহবধূর মা আম্বিয়া বেগম বাংলানিউজকে জানান, রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তার মেয়ের ঘরের বেড়া কেটে ঘরের মধ্যে ঢুকে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন সরদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ সদর হাসপাতাল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতাল মর্গে পাঠায়।

এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।