ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে কবর খননকালে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
মুন্সীগঞ্জে কবর খননকালে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ সদর উপজেলায় কবর খননের সময় ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় কবর খননের সময় ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রমাপাল ইউনিয়নের জোড়ার দেউল পঞ্চায়েত কবরস্থান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মূর্তিটি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া জাহান ঘটনাস্থলে এসে মূর্তিটি উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসেন।

উদ্ধারকৃত মূর্তিটির সুন্দর কারুকাজ খচিত বেদিটি পাওয়া গেছে। তবে উপরের মূল মূর্তিটি পাওয়া যায়নি।

হাতিমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এটি কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।