ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে অবহিতকরণ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ধুনটে অবহিতকরণ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবার কল্যাণসেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ধুনট (বগুড়া): সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবার কল্যাণসেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ইব্রাহীমের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, নুর জাহান আক্তার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী সফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা, চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক, গোলাম হোসেন সরকার, লাল মিয়া, এমএ তারেক হেলাল, বেলাল হোসেন শ্যামল, নাজমুল কাদির শিপন, হারুন অর রশিদ সেলিম ও মঈনুল ইসলাম মুকুল প্রমুখ।  

পরে প্রধান অতিথি দেশে সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন।  


বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬  
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।