ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বরগুনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বরগুনায় পঞ্চম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬ শুরু হয়েছে।

বরগুনা: বরগুনায় পঞ্চম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।

এসময় বিশেষ অতিথি ছিলেন- বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক, বরগুনা সরকারি কলেজের প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বরিশাল বিভাগীয় ক্রীড়া সাধারণ সম্পাদক আলমগীর কবির আলো প্রমুখ।

প্রথম দিনের খেলায় বরগুনা সদর ও আমতলী উপজেলা অংশ গ্রহণ করেছে।  বরগুনা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ১৬ নভেম্বর খেলার সমপ্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।