ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুমিল্লার তিতাস উপজেলার কালিপুর গ্রামের মো. সেলিম (৬৫) ও তার ছেলে গোলাম সারোয়ার (২৮)। সেলিম এ উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

স্থানীয়রা জানায়, সকালে রায়পুর এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেলিম ও তার ছেলে সারোয়ারকে ধাক্কা দিলে তারা রাস্তার পাশের পুকুরে পরে যান। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।  

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।