ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে অগ্নিদগ্ধ কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
চাঁদপুরে অগ্নিদগ্ধ কিশোরের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সুনিল হরিজন (১৬) মারা গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সুনিলের আত্মীয় বিকাশ হরিজন বাংলানিউজকে জানান, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করানো হয় সুনিলকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এছাড়া একই সঙ্গে দগ্ধ হয় বীর হরিজন (৩) নামে সুনিলের বাড়ির একটি শিশু। সে এই হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শীত নিবারণের জন্য সুনিলসহ বাড়ির সবাই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। এসময় হঠাৎ ঘরে আগুন ধরে গেলে সুনিল ও বীর দগ্ধ হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।