ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, জানুয়ারি ১০, ২০১৭
গাইবান্ধায় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় জিন্নাত আলী (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে বাদশা মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত বাদশা মিয়া উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারূহা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ধনারূহা গ্রামের আব্দুল হকের ছেলে জিন্নাত আলীর সঙ্গে বাদশা মিয়ার জমি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। এর জের ধরে ২০০৫ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় জিন্নাত আলীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা মিয়া। এ ঘটনায় সাঘাটা থানায় একটি হত্যা মামলা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিকেলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।