ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইবির প্রধান প্রকৌশলী ওএসডি, তদন্ত কমিটি গঠন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ইবির প্রধান প্রকৌশলী ওএসডি, তদন্ত কমিটি গঠন ইবি) প্রধান প্রকৌশলী মকবুল হোসেন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী মকবুল হোসেনকে দায়িত্বে অবহেলার দায়ে ওএসডি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক কাজে অবহেলা ও অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মকবুল হোসেনকে ওএসডি করা হয়েছে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুস সালামকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এছাড়াও এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিতে ফলিত রসায়ন ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। শিগগিরই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।