ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এমপি লিটন হত্যা ঘটনায় দিনাজপুরে শিবির সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমপি লিটন হত্যা ঘটনায় দিনাজপুরে শিবির সদস্য আটক

দিনাজপুর: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এমপি লিটন হত্যা ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামে এক শিবির সদস্যকে দিনাজপুর থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামের জয়নব বানুর বাড়ি থেকে আটক করা হয়।

আটক সাইফুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের দক্ষিণ শিবরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

দিনাজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, গাইবান্ধা ও দিনাজপুর ডিবি পুলিশের যৌথ অভিযানে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। সদর উপজেলার দক্ষিণ রামনগর স্কুলপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী রেখা তার চাচাতো বোন। রেখার ননদ জয়নব বানুর বাড়িতে আত্মগোপন করেছিলেন সাইফুল।

তিনি জানান, আটক সাইফুলের অনান্য সহযোগীদেরও আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।