ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় পৃথক ঘটনায় দু’জন খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আলমডাঙ্গায় পৃথক ঘটনায় দু’জন খুন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় দু’জন খুন হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার সাহেবপুর ও হাটবোয়ালিয়া গ্রামে এ দু’টি হত্যাকাণ্ড হয়। নিহতরা হলেন-সাহেবপুর গ্রামের কলম আলী ও হাটবোয়ালিয়া গ্রামের নজরুল ইসলাম।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কলম আলীর সঙ্গে তার ছোট ভাই লালনের বিরোধ চলছিল। দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে লালন কোদাল দিয়ে কলম আলীকে কুপিয়ে হত্যা করেন।

অপরদিকে, রাস্তা নিয়ে প্রতিবেশী শরীফ আলীর সঙ্গে দ্বন্দ্ব ছিল নজরুল ইসলামের। এর জের ধরে বুধবার প্রতিপক্ষের লোকজন নজরুলকে পিটিয়ে হত্যা করেন।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।