ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংড়ায় দুই ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
সিংড়ায় দুই ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা সিংড়ায় দুই ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর: নাটোরের সিংড়া বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায় প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তত ও বিক্রয়ের দায়ে পাবনা বেকারিকে ১০ হাজার টাকা ও সুনিতা মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলার সহকারী পরিচালক ফারুক আহমেদ এ জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ক্যাবের জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, ক্যাব সদস্য রাজু আহমেদ, এনামুল হক বাদশা, আবু জাফর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।