ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

এমপি লিটন হত্যা মামলায় জামায়াত নেতাসহ গ্রেফতার আরও ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এমপি লিটন হত্যা মামলায় জামায়াত নেতাসহ গ্রেফতার আরও ৩

গাইবান্ধা: সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াতের নেতা মাহাবুবুর রহমান বাবলুসহ (৪৫) আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জামায়াত নেতা মাহাবুবুর সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন জামায়েতের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

তবে অন্যদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, আটকদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
 
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে গুলিতে আহত হন এমপি লিটন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার/পাঁচজনকে আসামি করে রোববার (০১ ডিসেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।

বাংরাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।