ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
রাজশাহীতে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবি প্রতিকী গণঅনশনে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে প্রতিকী গণঅনশন কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, গত ১১ ডিসেম্বর একই দাবিতে মহানগর এলাকায় অাধাবেলা হরতাল পালন করা হয়েছে।

কিন্তু এরপরও কর্তৃপক্ষের টনক নড়েনি। তার এখন পর্যন্ত কারো সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেনি। অস্বাভাবিক হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্স এখনও বহাল রেখেছে।

দাবি না মানলে আরও কঠোর এবং লাগাতার কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান তারা। এ সময় নগরীতে আন্দোলনকারী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা।

গণঅনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সংগঠনের সদস্য সচিব ফরিদ মাহমুদ হাসান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা আজমা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসএস/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।