ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শরীয়তপুরে ডিজিটাল মেলা শুরু শরীয়তপুরে ডিজিটাল মেলা শুরু

শরীয়তপুর: শরীয়তপুরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। মেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কর্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।