ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ৫৭ হাজার পিস সেনেগ্রা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
হিলিতে ৫৭ হাজার পিস সেনেগ্রা উদ্ধার

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ৫৭ হাজার ৬২০ পিস নিষিদ্ধ সেনেগ্রা (যৌন উত্তেজক ওষুধ) ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় ওষুধগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, একদল চোরাকারবারী ভারত থেকে ট্যাবলেট নিয়ে সীমান্ত অতিক্রম করে দেশে আসছিল। খবর পেয়ে সীমান্তের চন্ডিপুর এলাকায় অবস্থান নেয় বিজিবি। টের পেয়ে চোরাকারবারীরা তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর ৫৭ হাজার ৬২০ পিস সেনেগ্রা পাওয়া যায়। যার দাম প্রায় ৮৬ লাখ টাকা।

সেনেগ্রাগুলো সিজারের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।